ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ভাই-বোনের পড়াশোনা, কর্মসংস্থানসহ পরিবারের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় উপদেষ্টার বাসভবনে যান ফেলানীর বাবা নুর ইসলাম, মা জাহানারা বেগম ও ছোট ভাই জাহান উদ্দিন। সেখানে তাঁদের দায়িত্ব নেওয়ার কথা জানান আসিফ মাহমুদ।
উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ফেলানী খাতুনের ছোট ভাই জাহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে আমরা আসিফ ভাইয়ের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের তিন ভাইয়ের পড়াশোনা শেষ করে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আমার বোনের হত্যার সঠিক বিচারের আশ্বাসও দিয়েছেন।’