7:14 am, Friday, 14 February 2025

হাঁটতে অক্ষম ঢাবি শিক্ষার্থীর পাশে দাঁড়াল ইসলামী ছাত্রশিবির

  • Reporter Name
  • Update Time : 03:25:06 am, Sunday, 12 January 2025
  • 11 Time View

হাঁটতে অক্ষম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবু বকর নামে এক শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তার হাতে নগদ অর্থ তুলে দেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম এবং মিডিয়া ও প্রচার সম্পাদক হোসাইন আহমাদ জুবায়েরসহ অন্য নেতারা।

এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে তার চিকিৎসা নিশ্চিতে শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানায় সংগঠনটি।

জানা গেছে, আবু বকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। জন্ম থেকেই তিনি হাঁটতে অক্ষম। তবে ডাক্তাররা জানিয়েছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে তার হাঁটার সম্ভাবনা রয়েছে। এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭-৮ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। এ প্রেক্ষিতে তার চিকিৎসা নিশ্চিতে পাশে দাঁড়াতে ছাত্রশিবির ঢাবি শাখা উদ্যোগ নিয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে ছাত্রকল্যাণ ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বিশ্বাস করি, এই ধারাবাহিক প্রচেষ্টা দেশের উন্নয়ন ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ মহান উদ্দেশ্য নিয়ে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Team

Popular Post

হাঁটতে অক্ষম ঢাবি শিক্ষার্থীর পাশে দাঁড়াল ইসলামী ছাত্রশিবির

Update Time : 03:25:06 am, Sunday, 12 January 2025

হাঁটতে অক্ষম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবু বকর নামে এক শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য এককালীন আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তার হাতে নগদ অর্থ তুলে দেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি সাদিক কায়েম এবং মিডিয়া ও প্রচার সম্পাদক হোসাইন আহমাদ জুবায়েরসহ অন্য নেতারা।

এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে তার চিকিৎসা নিশ্চিতে শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানায় সংগঠনটি।

জানা গেছে, আবু বকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। জন্ম থেকেই তিনি হাঁটতে অক্ষম। তবে ডাক্তাররা জানিয়েছেন, উন্নত চিকিৎসার মাধ্যমে তার হাঁটার সম্ভাবনা রয়েছে। এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৭-৮ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। এ প্রেক্ষিতে তার চিকিৎসা নিশ্চিতে পাশে দাঁড়াতে ছাত্রশিবির ঢাবি শাখা উদ্যোগ নিয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে ছাত্রকল্যাণ ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বিশ্বাস করি, এই ধারাবাহিক প্রচেষ্টা দেশের উন্নয়ন ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ মহান উদ্দেশ্য নিয়ে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।